• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রারের উপর হামলা: একজন গ্রেপ্তার রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন ইসলামপুরে কৃষকরা পেল উন্নত মানের বীজ কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ভুটানের রাজা চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়

মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক আলমগীর কবির

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

চিরনিদ্রায় শায়িত হলেন জামালপুরের মাদারগঞ্জের সর্বজনীন শ্রদ্ধেয় অধ্যাপক আলমগীর কবির (৭৭)। গত ১২ মে বিকাল সাড়ে ৫ টায় বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে মিয়াসাব পাড়া নিজ বাসভবনের উঠানে তাকে সমাহিত করা হয়। জানাযা নামাজে, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,সাবেক মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, উপাধ্যক্ষ আলমগীর কবিরের ভাগ্নে ও সরিষাবাড়ি পৌরসভার সাবেক মেয়র শাহীন তালুকদার,মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী, জামালপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল, চরপাকেদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরি সেলিমসহ হাজার হাজার মুসুল্লির অংশ নেয়। জানাযা নামাজ পড়ান তার একমাত্র ছেলে যুক্তরাজ্য প্রবাসী আমিনুল কবির জান্নাত। এর আগে গত ১০ মে বিকাল সাড়ে ৫টায় চাচাতো বড় ভাইয়ের জানাযায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অধ্যাপক আলমগীর কবির মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। এ ছাড়াও তিনি ৩ মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মির্জা আজম, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরসহ অনেকে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর