• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক আলমগীর কবির

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

চিরনিদ্রায় শায়িত হলেন জামালপুরের মাদারগঞ্জের সর্বজনীন শ্রদ্ধেয় অধ্যাপক আলমগীর কবির (৭৭)। গত ১২ মে বিকাল সাড়ে ৫ টায় বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে মিয়াসাব পাড়া নিজ বাসভবনের উঠানে তাকে সমাহিত করা হয়। জানাযা নামাজে, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,সাবেক মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, উপাধ্যক্ষ আলমগীর কবিরের ভাগ্নে ও সরিষাবাড়ি পৌরসভার সাবেক মেয়র শাহীন তালুকদার,মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী, জামালপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল, চরপাকেদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরি সেলিমসহ হাজার হাজার মুসুল্লির অংশ নেয়। জানাযা নামাজ পড়ান তার একমাত্র ছেলে যুক্তরাজ্য প্রবাসী আমিনুল কবির জান্নাত। এর আগে গত ১০ মে বিকাল সাড়ে ৫টায় চাচাতো বড় ভাইয়ের জানাযায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অধ্যাপক আলমগীর কবির মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। এ ছাড়াও তিনি ৩ মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মির্জা আজম, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরসহ অনেকে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর