• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে ঘূর্ণিঝড়ে কলাবাগানসহ ফসলী জমির ব্যাপক ক্ষতি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ মে ২০২৩  

 ঘূর্ণিঝড়ের তান্ডবে জামালপুরে ইসলামপুরে বসতবাড়ি, কলাবাগান, ভুট্টা ক্ষেত সহ ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
জানা গেছে,গত ১৬মে মঙ্গলবার রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় । এতে শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বহু মানুষের ঘরবাড়ি ও ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়। ঘূর্ণিঝড়ে জমির ফসল ক্ষতি হওয়ায় হতাশায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।শনিবার সরেজমিনে চরগোয়ালীনি লক্ষীপুর উত্তরপাড়া পশ্চিমবন্দে গিয়ে দেখা গেছে, কৃষক হযরতের ৮বিঘা জমি কলাবাগান এবং ৫বিঘা জমি ভুট্টা ক্ষেতসহ উপড়ে পড়ে ৭/৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত জানান, কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ক্ষতি হওয়ার খবর শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েন, অন্যের জমি লিজ নিয়ে তিনি কলাবাগান ও ভুট্রা চাষ করেছিলেন। ঘূর্ণিঝড়ে তার বাগান কলাগাছ ও ভুট্টা গাছ উপড়ে পড়ায় তিনি হতাশায় পড়েছেন। স্বপ্ন তার ভেঙে গেছে। কিভাবে তার ক্ষতিপূরণ হবে ভেবে কুল পাচ্ছেন না।এছাড়াও একই গ্রামের কৃষক ফকির চানের ৫বিঘা ও এনামুলের ৬বিঘা ও হাবুলের ৪বিঘা জমির ভুট্টা মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষক হাসেম এর ৩বিঘা জমির কলাবাগান ঘূর্ণিঝড়ে উপড়ে পড়ে ক্ষতি গ্রস্ত হয়েছে।কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন। এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রহমান রুমান জানান, ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সরকারিভাবে সহায়তা সহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর