• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ধর্ম প্রতিমন্ত্রীর পরিদর্শন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি তার নির্বাচনী এলাকা সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার গাইবান্ধা, ইসলামপুর সদর ইউনিয়ন ও পৌরএলাকা ভেংগুড়া গ্রাম পরিদর্শন করেন এবং এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য সরকারি অনুদানের আশ্বাস দেন। গত বুধবার ২৪ মে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,গত ১৬ মে রাতে জেলার ইসলামপুরের পৌর এলাকাসহ উপজেলার ৯ টি ইউনিয়নে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের তান্ডবে প্রায় ২৪শ ৫০ পরিবারের কাঁচা পাকা ঘরবাড়ি দুমড়ে মুচড়ে যাওয়া মসজিদ মাদরাসা গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এসব ক্ষতিগ্রস্ত পরিবার কাঠমিস্ত্রী জনবল সংকট হওয়ায় এখনো তাদের ঘর বাড়ি মেরামত করতে পারে নি। অনেক পরিবার খোলা আকাশের নীচে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে।পরিদর্শন শেষে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান এমপি ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার, আওয়ামীলীগ সরকার গরিব-দুঃখী মানুষের পাশে সব সময় ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর