• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও সম্মানী ভাতা বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

জামালপুরে জেলার ইসলামপুর, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলায় দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পূর্ণবাসন ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের বিভিন্ন ট্রেডে বকশীগঞ্জ উপজেলায় ৯শত প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে ৩শত ২০জনের প্রশিক্ষণ সম্পূর্ন হয়েছে আজ ১৬০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সদন ও সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।

গতকাল ২৭মে শনিবার দুপুরের পৌর এলাকার ব্র্যাক রোড়ে অফিস কার্যালয়ে সমাজ কল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ পউস এর বাস্তবায়নে সনদ ও সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আতাউর রাব্বি।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ হেলাল উদ্দিন ভূঞা, সমাজ সেবা অধিদপ্তর আগারগাঁও ঢাকা,অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি সমাজসেবা অফিসার হাফেজ উদ্দিন প্রমূখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর