• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

শহীদ ক্যাপ্টেন সালাহউদ্দিন সড়কের নামফলক ধ্বংসের অপচেষ্টা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

জামালপুর শহরের ব্যস্ততম নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন বীর উত্তম সড়ক নামফলক ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। ইতিমধ্যে নামফলকটির উপরের অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

জামালপুর শহরের স্টেশন বাজার মোড় থেকে নয়াপাড়া পাঁচরাস্তা মোড় হয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রধান ফটক পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন বীর উত্তমের নামে। জামালপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে জামালপুর পৌরসভার উদ্যোগে এই রাস্তাটির নামকরণ ও নামফলক স্থাপন করা হয়। স্টেশন বাজার মোড় এবং নয়াপাড়া পাঁচ রাস্তার মোড়ে দুটি নামফলক স্থাপন করা হয়েছে। ২৮ মে রাতে দুর্বৃত্তরা নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ের নামফলকটির উপরের অংশ ভেঙে ফেলেছে। একজন বীর মুক্তিযোদ্ধার নামে রাস্তার নামফলকটি ধ্বংস করার অপচেষ্টার বিষয়টি ৩০ মে স্থানীয়দের নজরে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন ব্যক্তিবর্গ। শহরবাসী দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি নামফলকটি সংস্কার করার জোরালো দাবি জানান।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন এ প্রতিনিধিকে জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভাঙার খবর পেয়ে আমি সরজমিনে খোঁজ নিয়েছি। নামফলকটির দ্রুত সংস্কার করে পুনরায় স্থাপন করার ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর