• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

দেওয়ানগঞ্জ প্রাণী সম্পদ বিভাগে আধুনিক চিকিৎসায় কমছে মৃত্যুহার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাণী সম্পদ বিভাগের আধুনিক চিকিৎসা সেবায় বিশেষ উপকৃত হচ্ছেন গবাদি পশু মালিকগণ। গত ২৯ মে সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এ সাংবাদিকের সাথে একান্ত আলাপচারিতায় উল্লেখ করেন বর্তমান সরকার কৃষি ও প্রাণী সম্পদ বান্ধব। এসব বিভাগের সেবাকার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ডিজিটালাইজড করেছেন। তিনি বলেছেন, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে হৃষ্ট-পুষ্ট করণ করা হচ্ছে, ১ হাজার ৯১৭ জন খামারীর প্রায় ৯ হাজার গরু ছাগলকে। আসন্ন ঈদে গরু ছাগলের স্থানীয় বাজার চাহিদা মেটানোর পর বাইরেও পাঠানো যেতে পারে বলে অভিজ্ঞ মহলের অভিমত। এ ক্ষেত্রে পূর্ন সহযোগিতা করে যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। সুস্থ্য অবস্থায় গরু ছাগলকে প্রাকৃতিক উপায়ে হৃষ্ট-পুষ্ট করণে প্রশিক্ষন দান সহ সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে পশু মালিকদের মধ্যে। গবাদি পশু জবাই করার বৈজ্ঞানিক পদ্ধতিতে পশিক্ষন দেওয়া হয়েছে মাংস ব্যবসায়ীদের। অতীতে দেখা গেছে, বন্যা বর্ষা পূর্ব সময়ে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজের পাদুর্ভাব। আক্রান্ত হত ও মারা যেত অনেক গবাদি পশু। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সময়োপযোগি পদক্ষেপ গ্রহণের ফলে এখন তা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। বিনামূল্যে এ রোগের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এলডিডিপি প্রজেক্ট থেকে ক্ষুরা রোগের টিকা প্রদান করা হয়। পিপিআর নির্মুল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে প্রাণী সম্পদ বিভাগের আওতায় উপজেলায় সব গরু, ছাগল, ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হবে। গবাদি পশুর চিকিৎসা সেবা সরকার ডিজিলাইজড করার উদ্যোগ নিয়েছে। যা অত্যন্ত সময়োপযোগি। এখানে চালু হয়েছে মোবাইল ভেটেরিনারী ক্লিনিক (এমভিসি)। আগে রোগাক্রান্ত গবাদি পশু নিয়ে দূর্গম দূরের মানুষ অতি কষ্টে আসতেন প্রাণী সম্পদ বিভাগে। এখন তার আর প্রয়োজন নেই। মোবাইল ভেটেরিনারী ক্লিনিক সেবা গ্রহিতাদের দোর গোড়ায় পৌছে যাচ্ছে সেবা দিতে। ডিজিটাল আল্ট্রা সাউন্ড মেশিনে গবাদি পশুর গর্ভাবস্থা সনাক্তকরা এখন সহজ হয়ে গেছে। এ মেশিনটি বহনযোগ্য বলে সেবা গ্রহিতাদের বাসা বাড়িতে নিয়ে গিয়ে সেবা প্রদান করা সহজ হচ্ছে। ইলেক্ট্রিক্যাল ম্যাসটাইটিস ডিটেক্টর (রোগ নির্ণয় যন্ত্র) যা দিয়ে সহজে রোগ সনাক্ত করা সম্ভব। গাভী হিট হচ্ছে কিনা তা নির্ণয়ের জন্য ইলেক্ট্রিক্যাল ইস্ট্রাস ডিটেক্টর মেশিনটি প্রাণী সম্পদ বিভাগে খুব শিঘ্রই যুক্ত হতে পারে। এতে বিশেষ সুবিধা পাবে গবাদি পশু মালিকরা। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সেবাদান সময়ের দাবি। প্রাণী সম্পদ বিভাগের যে উদ্যোগটি স্থানীয় সর্বমহলে প্রশংসিত হচ্ছে তা হলো স্কুল মিল্কিং প্রোগ্রাম। উপজেলার খড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে জনপ্রতি ২০০ মিলি দুধ বিনামূলে বিতরণ করা হচ্ছে। শুক্র ও শনিবার বন্ধের দিন ব্যতিত সপ্তাহে ৫ দিন এ দুধ বিতরণ কার্যক্রম চলে । ২০২৫ সাল পর্যন্ত এ কর্যক্রম অব্যাহত থাকার কথা রয়েছে। প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) উদ্যোগে এ কার্যক্রম চলছে। দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এ সাংবাদিককে জানান, সারা দেশে ৩ শত স্কুলকে বেছে নেওয়া হয়েছে পরীক্ষামূলক ভাবে। পরবর্তিতে এ সংখ্যা আরো বাড়তে পারে। ২৬৬.৫৯ বর্গ কিমিঃ উপজেলার আয়তন। জনসংখ্যা ২ লাখ ৫৮ হাজার ১৩৩ জন। ১ টি পৌরসভা ও ৮ ইউনিয়নে গ্রামের সংখ্যা ১৬৪টি। গাভীর খামার, হৃষ্ট-পুষ্ট করণ খামার, ছাগল-ভেড়ার খামার, ব্রয়লার, হাস, কবুতর, টার্কি ও দোয়েলের খামারসহ আছে অনেক ধরনের খামার। এত বিস্তৃত ও বিপুল সংখ্যক জন অধ্যুষিত জনপদে সহজে গবাদি পশুর সেবাদানের ক্ষেত্রে প্রয়োজনীয় জনবল অত্যন্ত প্রয়োজন। প্রাণী সম্পদ বিভাগে দীর্ঘদিন ধরে ভেটেরিনারী সার্জন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ), ড্রেসারের পদসহ অন্যান্য পদ শূণ্য রয়েছে। এতে করে এ বিভাগের কাজকর্মে বিশেষ অসুবিধা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এসব পদ পূরণের মাধ্যমে গবাদী পশু সেবার মান আরো বৃদ্ধি করার দাবি এলাকাবাসীর।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর