• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে জগন্নাথগঞ্জ ঘাট বাজারের দ্বিতল ভবন উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

জামালপুরের সরিষাবাড়ীতে পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট বাজারে নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুন শুক্রবার বিকেলে জগন্নাথগঞ্জ ঘাট বাজার বণিক সমিতির আয়োজনে নতুন ভবনের ফলক উম্মোচন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সরিষাবাড়ী এলজিইডি অফিসের বাস্তবায়নে ও দেশব্যাপি গ্রামীন হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই কোটি ৩৯ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে ঠিকাদারী প্রতিষ্ঠান লাবনী এন্টার প্রাইজের ঠিকাদারীত্বে ৯১ ফুট দৈর্ঘ্য ও ৩৯ ফুট প্রস্থ ১৩টি দোকান নির্মান কাজ সমাপ্তি শেষে উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুর রহমানের পৃষ্টপোষকতায় নতুন দ্বিতল ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভবন উদ্বোধন শেষে বণিক সমিতির আয়োজনে জগন্নাথগঞ্জ ঘাট বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে এসিল্যান্ড সাদ্দাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, এলজিইডি ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, আলীগ নেতা আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা নীরব হাসান প্রমূখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ডাঃ মুরাদ হাসান কুলপাল জেটি ঘাট ব্রীজ নির্মান, উক্ত বাজারে ড্রেনেজ ব্যবস্থা বৃদ্ধি করণসহ বাজারে উন্নয়নে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে পুনরায় নৌকার মনোনয় আশা করে সকলের নিকট আলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে বলেন এবং পুনরায় নৌকার বিজয়ের জন্য সকলের নিকট ভোট প্রার্থনা করেন। তিনি বলেন শুধু বাংলাদেশ নয় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এর অনুগ্রহ কল্যান আর সহায়তার জন্য আমি ডাঃ মুরাদ হাসানকে সমগ্র বিশ্বই চেনে, এটি মাননীয়প্র্রধান মন্ত্রীর অবদান। প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মরহুম এ্যাডঃ মতিয়র রহমান তালুকদারের ছেলে ডাঃ মুরাদ। প্রতিদিনই আমার মুখ আয়নায় দেখি,আপনার বাপ দাদার পরিচয় খোজে দেখেন। দলের মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে কেনো সমলোচনা করেন, কাদা ছুড়াছুড়ি করেন। বিএনপি জামাত কে উদ্দেশ্য করে তিনি বলেন, জামাত বিএনপি রাজাকার বিতাড়নের জন্যই ডাঃ মুরাদের জন্ম। সরিষাবাড়ীর মাটি ও মানুষ এ জন্যই ডাঃ মুরাদকে ভালোবাসে। পারলে মাঠে নেমে ওদের বিরুদ্ধে লাড়াই সংগ্রাম করে দেখান,,,। কিন্তু দলীয় মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে কাদা ছুড়া এটা শুভকর নয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর