• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুর পুলিশের অভিযানে ফেনসিডিলসহ নারী আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

জামালপুরের ইসলামপুর থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক নারী মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। আটককৃত ওই নারী উপজেলার পাথর্শী ইউনিয়নের পূর্ব হাড়িয়াবাড়ী এলাকায় বাসিন্দা। 

জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে  অফিসার ইনচার্জ সুমন তালুকদারে নেতৃত্বে একটি বিশেষ দল মাদক কারবারির নিজ বসত বাড়ীতে অভিযান চালিয়ে  বাড়ি থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে ওই নারীকে আটক করা হয়।

থানা সূত্রে জানাযায়, ২৫-বি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অপরাধের দায়ে গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে ১১ সেপ্টেস্বর থানায় মামলা দায়ের হয়েছে।

অফিসার ইনচার্জ সুমন তালুকতার জানান, 'আটককৃত ওই নারী মাদক কারবারিকে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর