• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

অনৈতিক কাজের সময় ধরা খেলেন যুবদল নেতা শিপলু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

জামালপুর সদর উপজেলায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকায় যুবদল নেতা শিপলুকে এক নারীর ঘরে আটকে রাখেন এলাকাবাসী। বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জাকিরুল্লাহ শিপলু রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৭টার দিকে বানারের পাড় এলাকার আশরাফ হোসেন লেবুর (সাবেক মেম্বার) ছেলে জাকিরুল্লাহ শিপলু স্থানীয় এক নারীর ঘরে অনৈতিক কাজের উদ্দেশে প্রবেশ করেন। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে বাইরে থেকে শিপলু ও নারীকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা ঘটনাস্থলে যান। পরবর্তীতে জামালপুর সদর থানা পুলিশকে খবর দিলে তারা দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানান এলাকাবাসী। 

স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা জানান, ছেলে-মেয়ে উভয়ই একই স্বভাবের। এর আগেও তারা এমন ঘটনা ঘটিয়েছেন। আজকের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গেলেও আমাকে তারা এড়িয়ে যান। পরে সেখান থেকে আমি চলে আসি। পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।  

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এলাকাবাসী তাদের দুইজনকে আটকে রাখেন। পরে পুলিশে খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় দুইজনকে আদালতে প্রেরণ করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর