• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইসলামপুরে আনন্দ উৎসবের মধ্যদিয়ে জন্মাষ্টমী উদযাপিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪  

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে জামালপুরের ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

ইসলামপুর হরিসভা গৌর নিতাই আশ্রমের আয়োজনে সোমবার(২৬আগষ্ট) দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিসভা মন্দিরে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি নারায়ন কর্মকার, গৌর নিতাই আশ্রমের সাধারণ সম্পাদক সুবেন্দ্র চন্দ দাস, সহ সভাপতি পরিতুষ চন্দ্র সেন, হিমাংশু কুমার বন্দ, তপন কুমার বন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,গৌর নিতাই আশ্রম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর