• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীর উপর অভিমানে পৃথিবী থেকে বিদায় নিলেন শিপন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪  

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী বাড়িতে না আসায় অভিমানে ফাঁস দিয়ে আত্মহনন করেছেন শিপন (২৫) নামে এক যুবক। লাশ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। দেওয়ানগঞ্জ থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিপন দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শিপন মিয়া প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামের আ. কুদ্দুসের মেয়ে মিনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো। ঘটনার কয়েকদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে যান তার স্ত্রী। পরে শিপন স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। কিন্তু স্ত্রী তার স্বামীর সঙ্গে বাড়িতে আসতে রাজি না হলে তিনি একাই বাড়ি চলে আসেন। পরে রাতের কোনো এক সময়ে স্ত্রীর উপর অভিমান করে আত্মহনন করেন বলে দাবি করেন স্থানীয়রা। অপরদিকে, নিহতের স্ত্রী মিনা দাবি করেছেন, স্বামীর সঙ্গে তার কোনো মনোমালিন্য ছিল না। সবকিছু স্বাভাবিকই ছিল। শিপনের মা বলেন, সোমবার তার ছেলে রাতে বউকে বাড়িতে ফিরিয়ে আনতে যায়, বউকে সঙ্গে করে আনতে না পারার সে একাই চলে আসে। পরে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দেওয়ানগঞ্জ থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক জামালপুর