• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

দেওয়ানগঞ্জে চোরাচালান প্রতিরোধ ও মাসিক সভা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক, বাঘারচর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আশরাফ আলী, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, দেওয়ানগঞ্জ রেল স্টেশন মাস্টার আব্দুল বাতেন, এ কে এম কলেজের প্রভাষক আবু হানিফ, দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার সুপার মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জেকে প্রমুখ। সভায় পল্লীবিদ্যুৎ গ্রাহকদের বিল বেশির অভিযোগ, চোরাকারবারি, টিকিট কালোবাজারি, বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা বিষয়, বাল্যবিবাহ প্রতিরোধ ও আগ্নেয়াস্ত্র জমা নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স উপজেলা আইন-শৃঙ্খলা উন্নতি রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর