• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  

দুর্নীতির অভিযোগ এনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। জানা যায়, সালেমা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এমন অভিযোগে দুপুরে ওই প্রধান শিক্ষকের তার অপসারণের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ৮ম শ্রেণির ছাত্রী মোছা. মহিমা নেতৃত্ব এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন। সালেমা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মোস্তাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই স্কুলে নানা অনিয়ম-দুর্নীতি করে আসছিলেন। এখন সরকার পরিবর্তনের ফলে তার পদত্যাগের দাবি উঠেছে।

দৈনিক জামালপুর