• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

সরিষাবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪  

জামালপুরের সরিষাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা হাসপাতারে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়ালের লোকজন খেচুড়ি রান্না করছিলেন। এ সময় মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন গ্রুপের লোকজন তাদেরকে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের দুইজন আহত হন। পরে তাদের উপজেলা হাসপাতালে নেয়া হয়। এ ছাড়া উভয়পক্ষের তিনজনের বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৈনিক জামালপুর