• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫, আহত ৩০ সহস্রাধিক: এইচআরএসএস স্বেচ্ছাসেবক দলের শওকত আলীর হত্যাকারীদের গ্রেফতার দাবি গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে হামলা গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান মোহাম্মদপুরে ২২ শহিদ ও ২২৭ জন আহতের তালিকা প্রকাশ গণসংহতি আন্দোলন ঐক্য ধরে রাখতে পারলেই ছাত্র-জনতার বিজয় সুসংহত হবে: বিএনপি মহাসচিব কক্সবাজারে ভারী বর্ষণে জলাবদ্ধতা, পাহাড়ধস, আটকা সহস্রাধিক পর্যটক প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ বোরবার নোয়াখালীতে ১ হাজার বন্যা কবলিত মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ডোনাল্ড লু’র নেতৃত্বে কাল ঢাকা আসছে মার্কিন প্রতিনিধিদল

সময় এসেছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও দেশ গড়ার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৪  

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এখন সময় এসেছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও দেশ গড়ার। যারা ইসলামকে জঙ্গি বলেছে, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। 

আওয়ামী লীগের সরকারের আমলে যে হত্যা, গুম হয়েছে এখন তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

জামালপুরের ইসলামপুর উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশের আয়োজনে শনিবার বিকালে গুঠাইল বাজার কাচারী মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন-আমাদের কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়তে হলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তাই সামনে নির্বাচনে ইসলামপুর আসনে ড.ছামিউল হক ফারকীকে জয়ী করার আহবান জানান।

উপজেলা জামায়াতে ইসলামী আমীর খন্দকার মাও: লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ বিভাগের পরিচালক ও সাংগঠনিক সম্পাদক ড.ছামিউল হক ফারুকী, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য সাবেক আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক খলিলুর রহমান,  সেক্রেটারী এড. আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর আমজাদ হোসাইন,  সেক্রেটারী রাশেদুজ্জামান, পৌর জামায়াতে ইসলামী আমীর আবু মুছা, উপজেলা জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আহসান উল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।

দৈনিক জামালপুর