• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

ইসলামপুরে আ.লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪  

জামালপুরের  ইসলামপুরে  উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। 

আয়ুব আলী বাদী হয়ে বৃহস্পতিবার (৬সেপ্টেম্বর) ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন। 
মামলার বিবরনে জানাযায়, গত ৪ আগস্ট পৌর শহরের অডিটোরিয়াম এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের হত্যার উদ্দেশ্যে আসামিরা ব্যাপক মারধর করে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুস সালাম, উপজেলা  সাংগঠনিক সম্পাদক খলিল , সহ সভাপতি, চার্লেস চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাসুম খান, বহিষ্কৃত মেয়র আঃ কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো শাহীন চৌধুরী, সহসভাপতি, বীর মুক্তিয্দ্ধোা শাহাদত হোসেন স্বাধীন, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারীসহ ৩১ নেতাকর্মী  নাম ও অজ্ঞাত ৮০-৯০জন উল্লেখ করা হয়েছে। বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান, বৃহস্পতিবার  সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় বাদী তার দলের কর্মীকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ এনেছেন।
 

দৈনিক জামালপুর