• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিএনপি বাংলাদেশের রাজনীতির বিষফোঁড়া: ওবায়দুল কাদের

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাংলাদেশের রাজনীতির বিষফোঁড়া। তারা পদে পদে রাজনৈতিক অঙ্গনকে কলুষিত, রক্তাক্ত, দূষিত করছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের আত্মসমালোচনা করতে হবে। নিজেদের ঘাটতিগুলো পূরণ করতে হবে। শত্রুরা বসে নেই। তারা জেনে গেছে, নির্বাচন হলে শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে পরাজয় নিশ্চিত। তাই ৭ মার্চের ঐতিহাসিক দিনে আমাদের শপথ নিতে হবে, আটঘাট বেঁধে নামতে হবে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক-জঙ্গিবাদী অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার পক্ষের শক্তির ভয় পাওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগ একা চলে না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়েই এগিয়ে যাবো। অহেতুক সংশয় সৃষ্টি করে কেউ পিছিয়ে যাবেন না। এতে শত্রুতা সুযোগ পেয়ে আঘাত হানবে। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শাজাহান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর