• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪  

পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সঙ্গে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার এক বার্তায় তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে এই অভিনন্দন জানান। বাংলাদেশের এই বিজয়কে ঐতিহাসিক এবং ক্রিকেটে আরো এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারাবিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তাতে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দৈনিক জামালপুর