• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫, আহত ৩০ সহস্রাধিক: এইচআরএসএস স্বেচ্ছাসেবক দলের শওকত আলীর হত্যাকারীদের গ্রেফতার দাবি গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে হামলা গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান মোহাম্মদপুরে ২২ শহিদ ও ২২৭ জন আহতের তালিকা প্রকাশ গণসংহতি আন্দোলন ঐক্য ধরে রাখতে পারলেই ছাত্র-জনতার বিজয় সুসংহত হবে: বিএনপি মহাসচিব কক্সবাজারে ভারী বর্ষণে জলাবদ্ধতা, পাহাড়ধস, আটকা সহস্রাধিক পর্যটক প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ বোরবার নোয়াখালীতে ১ হাজার বন্যা কবলিত মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ডোনাল্ড লু’র নেতৃত্বে কাল ঢাকা আসছে মার্কিন প্রতিনিধিদল

অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনারের সাথে জামায়াতে ইসলামীর সাক্ষাৎ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪  

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকে-এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আজ সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার-এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দলের  ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরেন জামায়াত  নেতৃবৃন্দ।  
সামগ্রিকভাবে বাংলাদেশে জামায়াতে ইসলামী যে ভূমিকা পালন করেছে, তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার আরও কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন। এ সময় তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

দৈনিক জামালপুর