• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কুড়িগ্রামে শুরু হয়েছে শীতজনিত রোগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০  

কুড়িগ্রামে প্রতিদিন শীতের প্রকোপতা ক্রমেই বেড়েই চলেছে।এ অবস্থায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।বৃহস্পতিবার ভোররাত থেকে প্রচন্ড কুয়াশা টিপটিপ করে বৃষ্টির মত পড়ছে। সকাল পর্যন্ত সুর্যের মুখ দেখা যাচ্ছেনা।  ঘন কুয়াশায় ঢেকে আছে গোটা জনপদ। 

শীতের প্রচন্ড ঠান্ডার কারনে ছিন্নমূল খেটেখাওয়া দিনমজুর মানুষগুলো পড়েছে চরম বিপাকে। দুরপাল্লার যানবাহ ও অটোরিক্সাসহ মোটর সাইকেলে হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলতে হচ্ছে। শীত নিবারণে খরকুটো জ্বালিয়ে আগুন দিয়ে উত্তাপ নেয়া ও শীতবস্ত্র কিনতে এখন ভিড় করছেন এসব মানুষ।সবচেয়ে শীতার্ত মানুষের ভাপা পিঠে খেতে ও আগুন পোহানো এখন নিত্যদিনের ব্যাপার।

বৃহস্পতিবার সকালে রাজারহাট আবহাওয়া অফিস জানায়,গত ২৪ ঘন্টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস যা গত দিনের চেয়ে কম। তবে এ তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে বলে জানানো হয়। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর