• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বন্যা পরিস্থিতি অবনতি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ জুন ২০২২  

টাঙ্গাইলে সব নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।ফলে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এছাড়াও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘন্টার বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশংকা

সকল নদীর পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘর-বাড়ী, ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা। পানি বন্ধি হয়ে পরছে মানুষ। 
 
এদিকে জেলা প্রশাসক সূত্রে জানা যায়,টাঙ্গাইল জেলায় বর্তমানে ৪০০ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এছাড়া, ১০ লাখ টাকা রয়েছে। বন্যার্তদের পাশে থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নির্দেশনা দেয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর