• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মাঝসাগরে জেলেদের কাছে আবহাওয়ার পূর্বাভাস পাঠাতে নতুন এক প্রযুক্তি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২  

মাঝসাগরে আবহাওয়ার পূর্বাভাস পাঠাতে সক্ষম এমন এক প্রযুক্তির উদ্ভাবন নতুন স্বপ্ন দেখাচ্ছে জেলেদের। আবহাওয়া অধিদফতরের দাবি, এ প্রযুক্তি চালু হলে জেলেদের মোবাইল ফোনে পৌঁছে যাবে সতর্ক সংকেত, এমনকি ভয়েস মেসেজও। উত্তাল সাগরে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবেন জেলেরা।

আকাশে কালো মেঘ। উত্তাল সাগর, কখনও লঘুচাপ, কখনও নিম্নচাপ, এমন পরিস্থিতি তৈরি হলেই আতঙ্কে তীরে চলে আসে মাছ ধরার সব নৌকা। তবে মাঝ সাগরে পৌঁছায় না আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেত। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সাগরের ঢেউ দেখেই বুঝে নিতে হয় পরিস্থিতি। তা না পারলে চোখের সামনেই উত্তাল সাগরের বিশাল ঢেউ কেড়ে নেয় জেলেদের জীবন, তলিয়ে যায় ট্রলার।


তবে আশার আলো দেখাচ্ছে নতুন এক প্রযুক্তি। চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ সুস্মিতা বড়ুয়া বলছেন, নতুন এই প্রযুিক্র মাধ্যমে জেলেদের মোবাইলে পাঠানো হবে আবহাওয়ার পূর্বাভাস। শুধু তাই নয় বুঝতে পারার জন্য আঞ্চলিক ভাষায় ভয়েস ম্যাসেজও পাঠাবে আবহাওয়া অধিদফতর।

চলতি মৌসুমে শুধুমাত্র চট্টগ্রামেই ট্রলার ডুবেছে ১৩টি। সারাদেশে এ সংখ্যা অর্ধশতেরও বেশি। তবে নতুন প্রযুক্তির উদ্ভাবন ক্ষতির পরিমাণ কমাবে বলে মনে করছেন ট্রলার মালিকরাও।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় এ প্রযুক্তি উদ্ভাবন প্রক্রিয়া এখনও চলমান। চালুর দিনক্ষণও নির্ধারিত হয়নি এখনও।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর