• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ট্রু-কলারে কল রেকর্ডসহ যেসব নতুন ফিচার আসছে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

ট্রু-কলারের নতুন আপডেট ভার্সন ১২ আসছে। এই আপডেটের হাত ধরেই অ্যাপটিতে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। এর মধ্য অন্যতম হচ্ছে, ইনকামিং ও আউটগোয়িং উভয় কলই রেকর্ড করা যাবে।
এর আগে শুধু প্রিমিয়াম গ্রাহকরা ট্রু-কলারের মাধ্যমে কল রেকর্ড করতে পারতেন। সবশেষ এই আপডেটের পর সব ট্রু-কলার গ্রাহকই এই অ্যাপ ব্যবহার করে কল রেকর্ড করতে পারবেন।

ট্রু-কলার ভার্সন ১২ আপডেটের পর এই অ্যাপটিতে যুক্ত হয়েছে ঘোস্ট কল ও কল অ্যানাউন্সের মতো ফিচারগুলোও। একই সঙ্গে ভিডিও কলার আইডিও যুক্ত হয়েছে। এই ফিচার ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যরা ফোন করলে স্ক্রিনে একটি ছোট ভিডিও দেখতে পাবেন। তবে আপাতত অ্যানড্রয়েড গ্রাহকদের জন্যই এই ফিচার ব্যবহারের সুযোগ থাকছে।

অ্যানড্রয়েড গ্রাহকরা ট্রু-কলারের মাধ্যমে কল রেকর্ড করবেন যেভাবে ফোনে ‘সেটিংস’ ওপেন করে ‘অ্যাকসেসিবিলিটি’ ওপেন করুন। এবার ‘ট্রু-কলার কল রেকর্ডিং’ অপশন এনেবেল করে দিন। এরপর ‘ইউস ট্রু-কলার কল রেকর্ডিং’-এর পাশের টগল এনেবেল করে দিন। এবার চাইলে কল রেকর্ড করার শর্টকাট বাছাই করতে পারবেন। তবে ট্রু-কলারের মাধ্যমে ফোনের অপর প্রান্তের ব্যক্তি কল রেকর্ড করলে তা জানা সম্ভব হবে না। রেকর্ড করা সব কল ফোনের স্টোরেজে সেভ হবে।

এই আপডেটের পরে কল ও এসএমএসের জন্য আলাদা আলাদা ট্যাবও নিয়ে এসেছে ট্রু-কলার। এ ছাড়া অ্যাপের ইউজার ইন্টারফেসও ঢেলে সাজিয়েছে সুইডেনের কোম্পানিটি। আর এ ক্ষেত্রে ট্রু-কলার ভার্সন ১২ আপডেটের পরে হোমস্ক্রিন থেকেই কল ও এসএমএস দেখে নেয়া যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর