• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের পিটিশনে ২ লাখ সই

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২  

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো বৈশ্বিক এই আসরের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছে লিওনেল মেসিরা – কিন্তু এই অর্জন বাস্তবে মেনে নিতে পারছেন না অনেকেই, তাই পুনরায় আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের পিটিশনে সই করেছেন প্রায় দুই লাখ মানুষ। খবর ডেইলি মিরর।

ফাইনাল পুনঃঅনুষ্ঠানের দাবিতে একটি ফরাসী ওয়েবসাইট 'মেসওপিনিয়নস' এর এক পিটিশন খোলা হয় যাতে শুক্রবারেই (২৩ ডিসেম্বর) সই করেছেন প্রায় দুই লাখ মানুষ।

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পেনাল্টিতে জিতেছে আর্জেন্টিনা। দোহার লুসাইল স্টেডিয়ামে দর্শকদের ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা।

তবে ম্যাচের শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। প্রথমার্ধে খারাপ পারফর্ম করার পর দেম্বেলে ও অলিভিয়ে জিরুকে উঠিয়ে অ্যাটাকার থুরাম ও র‍্যান্ডালকে মাঠে নামান কোচ ডিডিয়ার ডেসচ্যাম্পস
ফুটবলার।

এই জুড়ি সামান্যই ছন্দবদল নিয়ে আসে ফরাসিদের জন্য, তবে এমবাপ্পের জাদুতে বদলে যায় সব সমীকরণ। তার সুবাদেই ফাইনালের লড়াই গড়ায় পেনাল্টিতে। আর ভাগ্যের পরিহাস, সেখানেই ভাঙ্গে ফ্রান্সের হৃদয়। 

পিটিশনে স্বাক্ষরকারীরা হয়তো এখনও সেই ঘোর কাটিয়ে উঠতে পারেননি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর