• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২  

‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ মেন্স ভলিবল’ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। সোমবার মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সকাল ১০টায় নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

রোববার আসরের দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ। খেলার শুরু থেকেই প্রাধান্য ছিল আলি পোর আরোজির শিষ্যদের। প্রথম সেট ২৫-১৫, দ্বিতীয় সেট ২৫-২২ ব্যবধানে জিতে নেওয়ার পর তৃতীয় সেটে স্বাগতিকরা হয়ে ওঠে দুর্বার। জয় তুলে নেয় ২৫-১৩ পয়েন্টে। দলের অনায়াস জয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন সুজন। ফাইনাল নিশ্চিত করার পর কোচ আলি পোর বলেছেন, ‘চ্যাম্পিয়ন হব, এটাই আমাদের লক্ষ্য। সেভাবে খেলেই আমরা ফাইনালে উঠেছি। ছেলেরা তাদের সেরা খেলাটা উপহার দিচ্ছে। আমাদের সামনে এখন শুধু কিরগিজস্তান বাধা।’

একই দিনে এই কিরগিজস্তানই প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকেও ৩-০ সেটে হারিয়েছে। তবে তাদের জয়টা বাংলাদেশের মতো অনায়াস ছিল না। তুমুল লড়াই গড়ে প্রথম সেটে ২৯-২৭ পয়েন্টে হেরে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় সেটেও প্রতিরোধ গড়ে তারা কিন্তু ২৫-২১ পয়েন্টে সেটটি নিজেদের করে নেওয়ার পর তৃতীয় সেটটিও ২৫-২০ পয়েন্টে নিজেদের করে নেয় কিরগিজস্তান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর