• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাবা সুইংয়ের সুলতান; ছেলে মার্শাল আর্টের যোদ্ধা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

ক্রিকেট দুনিয়ায় ওয়াসিম আকরামকে বলা হয় 'সুলতান অব সুইং'। পাকিস্তানের এই কিংবদন্তি পেসারের আত্মজীবনীর ভূমিকায় ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার লিখেছেন, 'তার হাতে ক্রিকেট বল কথা বলত'। সেই ওয়াসিম আকরামের ছেলে তাহমুর আকরাম কিন্তু বাবার পথ অনুসরণ করে ক্রিকেটকে বেছে নেননি। বরং তিনি হয়ে উঠেছেন মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) একজন খেলোয়াড়।

ওয়াসিম আকরামের ছেলে তাহমুর আমেরিকায় থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাহমুর। যাতে তাকে জিম করতে দেখা যাচ্ছে। এরপর 'ক্রিকেট পাকিস্তান'কে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেছেন, তার ছেলে এমএমএ খেলোয়াড়। তা ছাড়া ছেলেকে ক্রিকেটার হওয়ার জন্য তিনি কোনো চাপ দেননি। 

ওয়ানডেতে ৫০২ আর টেস্টে ৪১৪ উইকেটের মালিক আকরাম বলেছেন, 'আমার ছেলে অনেক দিন ধরেই আমেরিকায় রয়েছে। ওখানে খুব বেশি ক্রিকেট খেলা হয় না। তা ছাড়া আমি ছেলেকে বলে দিয়েছি, তার যেটা ভালো লাগবে সেটাই করতে পারে। যদি পেশাদার এমএমএতে যেতে চায়, তাহলে অবশ্যই সে সেটা করতে পারে।' 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর