• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কলকাতার জার্সিতে খেলার অপেক্ষা বাড়লো লিটনের

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৩  

গত ৩১ মার্চ পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এ আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশি ব্যাটার লিটন কুমার দাসের। তবে আইপিএল শুরু হয়ে গেলেও নাইটদের ডেরায় এখনো যোগ দিতে পারেননি তিনি। অবশ্য এর কারণটাও সবারই জানা।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ৭ রানে হেরেছে দলটি। এবারের আসরে তারকা ক্রিকেটারদের অভাব হারে হারে টের পাচ্ছে দলটি। এ তালিকায় হয়তো লিটন দাসকেও মিস করছে তারা। তবে এখনই আইপিএলে যোগ দিতে পারছেন না তিনি। 


শুক্রবারের (৭ এপ্রিল) আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে কারণে লিটন দাসেরও নাইট শিবিরে যোগ দেওয়া পিছিয়ে গেল। ইতোমধ্যেই সাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

মূলত লিটনকে দ্রুত পাওয়ার আশা ভেস্তে গিয়েছে আয়ারল্যান্ডের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে। দ্বিতীয় দিনের শেষ বিকেলেই চার উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ড নিজেরাও হয়তো ভাবেনি তৃতীয় দিনটি এত দুর্দান্ত যাবে তাদের। 


স্বাগতিক বাংলাদেশ তৃতীয় দিন শুরু করেছিল ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন নিয়েই। তবে সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ান টাকার-ম্যাকব্রিনরা। আইরিশদের দায়িত্বশীল ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান। ১৩১ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। 

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটির ফল শুক্রবারই পাওয়ার সম্ভাবনা বেশি। সেই টেস্ট ম্যাচ শেষ করেই আইপিএলের যোগদানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন লিটন দাস। আয়ারল্যান্ড ব্যাটারদের দারুণ ব্যাটিং লিটনকে পাওয়ার অপেক্ষা বাড়ালো কলকাতার জন্য।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর