• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

যে কারণে বিওএকে চিঠি দিল বাফুফে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মে ২০২৩  

২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল কাতারকে হারিয়ে উঠেছিল দ্বিতীয় রাউন্ডে। এর আগে বাংলাদেশ কখনই ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। গত এশিয়ান গেমসে ইতিহাসের সেরা পারফরম্যান্স করা পুরুষ ফুটবল দলকে এবারের গেমসে না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
শনিবার অনুষ্ঠিত বিওএর নির্বাহী কমিটির সভায় সেই ফুটবল দলকে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে এই গেমসে না পাঠানোর সিদ্ধান্ত হয়। যদিও প্রথমবারের মতো নারী ফুটবল দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিওএ।

রোববার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছিলেন, তারা পুরুষ দলকে গেমসে পাঠানোর উদ্যোগ নেবেন। সে উদ্যোগের অংশ হিসেবে বিওএ সভাপতির সঙ্গে কথা বলেছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আর সোমবার বাফুফে থেকে বিওএকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নারীদের পাশাপাশি পুরুষ ফুটবল পাঠানোর ব্যবস্থা করতে বিওএকে চিঠি দেওয়া হয়েছে।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার তারা চিঠিটি বিওএতে পাঠিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর