• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

পুরো কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন মোহামেডান কোচ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে মোহামেডান। আর তাতে দীর্ঘ নয় বছরের শিরোপা খরা কাটলো ঐতিহ্যবাহী দলটির। টান টান উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে জয় তুলে নিয়েছে তারা। এই জয়ের কৃতিত্ব দলের খেলোয়াড়দেরকে দিয়েছেন মোহামেডান কোচ আলফাজ।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মোহামেডান। একবার মোহামেডান এগিয়ে যায় তো পরে সমতায় ফেরে আবাহনী। এমন ম্যাচের ভাগ্য গড়ে দিল টাইব্রেকার। এই চাপ সামলে ভালো খেলার পুরো কৃতিত্বই মাঠের খেলোয়াড়দের, এমনটাই বললেন আলফাজ, ‘বিশাল একটা ফুটবল ম্যাচ। ব্যাকফুটে থেকে আবারও সমান সমান। এরপর লিড নিয়ে আবারও সমতা। 

এরপর টাইব্রেকারে জেতা- আসলে বোঝা যাচ্ছিল না কে জিতবে! সুলেমান দিয়াবাতের অসাধারণ পারফরম্যান্স; মুজাফফরভের হাত ভেঙে গেছে, তারপরও সে দলের জন্য খেলেছে। এই প্রশংসার দাবিদার সম্পূর্ণ খেলোয়াড়রা। তারা তাদের সর্বস্ব উজাড় করে খেলেছে মোহামেডানের জন্য এবং জিতেছে। ’


আজকের ম্যাচটিকে ফেডারেশন কাপের ফাইনালের ইতিহাসে সেরা হিসেবে এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ। তিনি বলেন, ‘অনেক আগে একটা ফাইনাল ছিল, যেটা আমি নিজে খেলেছিলাম। তবে আমি আজকের ম্যাচটাকেই এগিয়ে রাখব। আজকের খেলায় বাংলাদেশ ফুটবলে আবাহনী-মোহামেডানের যে প্রতিদ্বন্দ্বিতা তার জয় হলো। এই জয় শুধু মোহামেডানেরই নয়, ফুটবলেরই জয়। আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ফেডারেশন কাপে খেলে এর আগে চ্যাম্পিয়ন হয়েছি, এবার কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছি। ’


খেলোয়াড়দের ম্যাচের আগে কী বার্তা দিয়েছিলেন আলফাজ। এমন প্রশ্নের জবাবে মোহামেডান কোচ বলেন, ‘আমার বার্তা ছিল যে, তোমরা ম্যাচে ঠাণ্ডা মাথায় খেলো। আমি ৩টা পরিবর্তন করিয়েছিলাম, সেটা কাজে লেগেছে। খেলোয়াড়রা সুযোগটা কাজে লাগিয়েছে। ’

বদলি গোলরক্ষক নিয়ে টাইব্রেকারে জয় পেয়েছে মোহামেডান। তবে খেলা টাইব্রেকারে গড়ালে আহসান হাবিব বিপুকেই প্রথম পছন্দ ছিল বলে জানিয়েছেন আলফাজ। তিনি বলেন, ‘গোলরক্ষক চোট পাওয়াতে পরিবর্তন করতে হয়েছিল। একটু টেনশন হচ্ছিল। তবে আমাদের পরিকল্পনাই ছিল বিপু টাইব্রেকারে কিপিং করবে। ’

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর