• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিশ্বকাপ জয়ী অধিনায়কদের বিশেষ সংবর্ধনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রতীক্ষায় ভারত। গোটা দেশ আরেকবার বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্নে বিভোর। তার আগেই ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ সম্মাননা জানানো হবে। 
শুধু তারাই নয়, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্রতিটি অধিনায়ককে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বিসিসিআই।

রবিবার (১৯ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বনাম দুইবারের ট্রফি জয়ীর উত্তেজনায় ঠাসা ম্যাচের আশায় দর্শক-সমর্থকরা। দুই ইনিংসের মাঝে নরেন্দ্র মোদি স্টেডিয়াম আলোকিত করবেন বিশ্ব জয়ী অধিনায়করা।

ধোনি, কপিল ছাড়াও রিকি পন্টিং, ক্লাইভ লয়েড, অ্যালান বোর্ডার, এউইন মর্গ্যান ও অর্জুনা রানাতুঙ্গাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। ফাইনালে তাদেরকে দেওয়া হবে বিশেষ ব্লেজার। 

এই অনুষ্ঠান হবে প্রথম ইনিংসের পর। প্রতিটি বিশ্বকাপে অধিনায়কদের শিরোপা জয়ে অবদান রাখার স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখানো হবে। এছাড়া বিসিসিআই বা স্টার সঞ্চালকের সঙ্গে তাদের প্রশ্নোত্তর পর্বও রাখা হয়েছে এই আয়োজনে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর