• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আহমেদ ফুডের নির্দিষ্ট ব্যাচের সস-আচার প্রত্যাহারের নির্দেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ মে ২০২৩  

আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের নির্দিষ্ট ব্যাচের টমেটো সস ও মরিচের আচার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মাত্রাতিরিক্ত বেনজোয়িক এসিড ব্যবহারের কারণে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে ভোক্তাদের ওই ব্যাচের পণ্য দেখে কেনার অনুরোধ করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ১০ মে’র মধ্যে বাজার থেকে নির্দিষ্ট ব্যাচের সব পণ্য প্রত্যাহার করবে প্রতিষ্ঠানটি। এই সময়ের পর পণ্যগুলো বাজারে পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভোক্তাদেরকে ক্রয় করা পণ্য নির্ধারিত বিক্রয় কেন্দ্রে ফেরত দিয়ে সমপরিমাণ মূল্য বুঝে নেয়ার জন্য বলা হয়েছে।

এদিকে পণ্য প্রত্যাহারের নির্দেশ পাওয়ার পর আহমেদ ফুড প্রোডাক্টস একাধিক জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে তারা জানিয়েছে, নির্দিষ্ট ব্যাচের টমেটো সস ও মরিচের আচারে মাত্রাতিরিক্ত বেনজোয়িক এসিড পাওয়ায় সেগুলো বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, টমেটো সসের ব্যাচ নম্বর হলো ১৬, আর মরিচের আচারের ব্যাচ ১৯৩।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর