• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নারীর ক্ষমতায়নে কাজ করতে ড. খাজআলীর আগ্রহ প্রকাশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২  

নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের মহিলা ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. খাজআলী। ইরান ও বাংলাদেশের মধ্যে নারীর ক্ষমতায়নে কাজ করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বুধবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সঙ্গে ভার্চুয়ালি এক সভায় যুক্ত হয়ে ড. খাজআলী এ আগ্রহ প্রকাশ করেন। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান প্রমুখ।
 
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করেন। এরই ধারবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশ আজ নারী উন্নয়নে বিশ্বে রোল মডেল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর