• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাভাবিপ্রবিতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২২  

“সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে, গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এ স্লোগানকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলেমা খাতুন ভাসানী হল ও শহীদ জননী জাহানারা ইমাম হলের যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। পরে আনন্দ র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আনন্দ র‌্যালিতে আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট প্রফেসর ড. রোকসানা হক রিমি, শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোসাঃ নার্গিস আক্তার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়া বিকেলে এ উপলক্ষে বিশ^বিদ্যালয়ে ইএসআরএম গ্যালারি কক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর