শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে: হিমন্ত বিশ্বশর্মা
দৈনিক জামালপুর
প্রকাশিত: ২০ জুলাই ২০২২

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা দেশ ছাড়িয়ে ভারতের মাটিতেও শান্তি প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের কারণেই আসাম ভারতের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য হিসেবে পরিণত হয়েছে। আলফা (আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন) নেতাদের বিরুদ্ধে তার অ্যাকশন আসামে শান্তি প্রতিষ্ঠায় অনস্বীকার্য ভূমিকা রেখেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় গৌহাটিতে রাজ্যের অতিথি ভবন ‘কইনাধারা’য় সফররত বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশের প্রতিনিধিদলে ১৫ বীর মুক্তিযোদ্ধার পাশাপাশি আছেন ছয়জন সাংবাদিক ও চারজন যুব প্রতিনিধি।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তায় আসামের মানুষের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আসাম ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক রক্তের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সম্পর্ক আরও অনন্য উচ্চতায় পৌঁছেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা পৌঁছে দিতে মুক্তিযোদ্ধা প্রতিনিধিদলকে অনুরোধ করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের কারণেই আসাম ভারতের মধ্যে এখন সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার দৃঢ়চেতা অবস্থান আসামকে এক্ষেত্রে অনেক বড় সহায়তা করেছে। আলফা লিডারদের বিরুদ্ধে তার অ্যাকশন ভীষণভাবে সহায়তা করেছে আমাদের। এজন্য তার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা আলফার বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যটিতে দুই দশক আগেও নানা সহিংসতার খবর পাওয়া যেতো। সে সময় আসামসহ ভারতের কয়েকটি অঞ্চলের কিছু বিচ্ছিন্নতাবাদী নেতার বাংলাদেশে যাতায়াত ছিল বলে শোনা যায়। ১৯৯৭ সালে আলফা নেতা অনুপ চেটিয়া বাংলাদেশের পুলিশের জালে আটকা পড়ে। দীর্ঘদিন কারাভোগের পর ২০১৫ সালে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বলে সে সময় জানায় বিবিসি।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আসাম সফর করে গেছেন। তার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি। শেখ হাসিনা যদি ওই সময় (অস্থিতিশীলতা তৈরির চেষ্টাকালে) আলফার বিরুদ্ধে পদক্ষেপ না নিতেন, আজ আমরা এভাবে এই শান্তিপূর্ণ রাজ্যে আপনাদের আমন্ত্রণ জানাতে পারতাম না। মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের যেই সফর আয়োজন হয়েছে, এই গর্বের মুহূর্তের সাক্ষী হতে পারতাম না।
এ সময় আসামের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ প্রতিনিধিদলের সফরের বিষয়ে ব্রিফ করেন আসাম সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি অ্যাফেয়ার্স বিভাগের সেক্রেটারি মানবেন্দ্র প্রতাপ সিং। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।
তারপর স্বাগত বক্তব্য দেন আসাম সরকারের মুখ্য সচিব যীষ্ণু বড়ুয়া। অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাক্ট ইস্ট পলিসি অ্যাফেয়ার্স বিভাগের মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারী।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবীন চৌধুরী (বীর বিক্রম)। এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে আসামের মানুষসহ ভারতের জনগণের ভূমিকা ও ত্যাগের কথা উল্লেখ করেন। শমসের মবীন চৌধুরী বলেন, যে সম্পর্ক রক্ত ও ত্যাগের বিনিময়ে তৈরি হয়েছে তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিনে দিনে আরও সমৃদ্ধি লাভ করছে এবং করবে।
মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে সুযোগ দিতে এমন সফরের আয়োজন করায় আসামের মুখ্যমন্ত্রী, ঢাকায় ভারতের হাইকমিশন এবং গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনসহ সংশ্লিষ্টদের এ সময় ধন্যবাদ জানান শমসের মবীন চৌধুরী।
এ সময় সুবিধাজনক সময়ে হিমন্ত বিশ্বশর্মাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। আর সেজন্য তার হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও তুলে দেন শমসের মবীন চৌধুরী। জবাবে হিমন্ত বিশ্বশর্মাও তার বাংলাদেশ সফরে আগ্রহের কথা জানান।
অনুষ্ঠান শেষে প্রতিনিধিদলের বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান মুখ্যমন্ত্রী। এ সময় শমসের মবীন চৌধুরীও প্রতিনিধিদলের পক্ষে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।

- বঙ্গমাতার নীতি-আদর্শ পৃথিবীর সব নারী অনুসরণ করতে পারে: প্রধানমন্ত
- হুয়াওয়ের ক্লাউড ও ডিজিটাল পাওয়ার টিমে এলেন ৬০ জন গ্রাজুয়েট
- হুয়াওয়ের ক্লাউড ও ডিজিটাল পাওয়ার টিমে এলেন ৬০ জন গ্রাজুয়েট
- রৌমারীতে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
- ফুটো করে হার্টে অস্ত্রোপচার দেখতে বাংলাদেশে ভারতের বিশেষজ্ঞ
- মানবাধিকার রোহিঙ্গা ইস্যুতে অগ্রাধিকার
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কমেছে দাম
- সাশ্রয়ী মূল্যে করোনা শনাক্তের কিট আবিষ্কার
- শিশুকে মায়ের দুধ দিতে কর্মক্ষেত্রে উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বান
- জ্বালানি তেলের দাম: বিশ্ব ও বাংলাদেশের তুলনামূলক চিত্র
- বঙ্গবন্ধু’র প্রতি চীনা পররাষ্ট্র মন্ত্রীর শ্রদ্ধা
- মা ও শিশুর পুষ্টি উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
- টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ককে ‘অযোগ্য, মিথ্যাবাদী’ বললেন নেতারা
- ইসলামপুরে শোক দিবসের প্রস্তুতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত
- গাইবান্ধায় পেট্রল-ডিজেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
- ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮৪ হাজার ৩০১ টাকা
- ভারত থেকে আসছে ২ হাজার টন কাঁচামরিচ
- নেপালকে মোংলা-চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর
- ‘শেখ কামালের জীবন হোক তারুণ্যের পথ চলার দিশা’
- চাষের মাছ উৎপাদনে সেরা তিন দেশের তালিকায় বাংলাদেশ
- রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ মোংলায়
- কোস্টগার্ডের সক্ষমতা দিন দিন বাড়ছে
- পরিবর্তন আসছে বিসিএস পরীক্ষায়
- ১০ সেতুতে টাচ অ্যান্ড গো
- বাংলাদেশ ব্যাংকের তথ্য : বেড়েছে বিদেশি বিনিয়োগ
- বেইজিংকে সব সময় পাশে চায় ঢাকা
- হযরত খাজার বশীর আয়ুর্বেদিক মেডিকেল কলেজে নির্বাচনী পরীক্ষা শুরু
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইজিপি বেনজীর!
- জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পৌর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা
- ঈদ পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে পদ্মা সেতু
- স্বপ্নের পদ্মা সেতু: বাড়ছে দুই পাড়ের জমির দাম
- অনিয়ম রোধে ব্যাংকে পরিবর্তন আসছে : নতুন গভর্নর
- প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করলেন সেনাপ্রধান
- চালু হচ্ছে দুই বছরের প্রাক্-প্রাথমিক শিক্ষা, ভর্তি চার পেরোলেই
- বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী আজ
- পদ্মা সেতু: ২০২৪ সালে চলবে ট্রেন
- আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানালো বাংলাদেশ
- মালয়েশিয়াগামী কর্মীর সত্যায়ন শুরু
- যুক্তরাষ্ট্রের বাজারে বছরের শুরুটা দুর্দান্ত বাংলাদেশের
- চট্টগ্রামে নির্মাণ হচ্ছে সবচেয়ে বড় স্টিল সাইলো
- মাত্র এক যুগে বদলে গেছে দেশের কাঠামো ও মানুষের জীবন
- ঢাকায় দূতাবাস চালু করতে আগ্রহী আর্জেন্টিনা
- উপজেলার ব্যয় সংকোচনে ১০ দফা নির্দেশ
- আসছে বুধবার ভোট গ্রহণ: জমে উঠেছে দেওয়ানগঞ্জ পৌর নির্বাচন
- জামালপুরের র্যাবের অভিযানে লক্ষাধিক টাকার হেরোইনসহ গ্রেপ্তার-১
- ১১ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব দিল ডিএসই
- যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার
- দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ
- বকশীগঞ্জে বিজিবি`র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক ০৬
