• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মালিতে মসজিদে উপহার দিল বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২  

মালির গুন্দামের হারিবান্দা নর্দ মসজিদে উপহার সামগ্রী দিল বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২। শুক্রবার বাংলাদেশ কন্টিনজেন্টের কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান স্থানীয় প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মসজিদ কমিটির সভাপতির হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় গুন্দাম শহরের মেয়র মাহামানি আলিদজি সিসে, চীফ অফ ইমাম, ভিলেজ চিফ আল্লাসান, মসজিদের সভাপতি, আনপোল ডেপুটি টিম লিডার ক্লিমেন্স, লিয়াজো অফিসার এডি এন্জ অলিভিয়ে, সিভিল অফিসার আলাসানি গৈতাসহ মসজিদের শতাধিক মুসল্লি ও ব্যানএফপিইউ-২’র সদস্যরা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সিলিং ফ্যান, টিউব লাইট, জায়নামাজ, কার্পেট, মাদুর, টুপি ও তজবি। মসজিদের উপহার সামগ্রী পেয়ে স্থানীয়রা অনেক আনন্দিত। ফলে প্রার্থনার সময় তাদের কষ্ট অনেকাংশ লাঘব হবে এবং বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অব্যাহত থাকবে বলে জানান তারা।

মালির গুন্দামে গত ৭ মে থেকে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ অত্যন্ত সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। গত ১৪ জানুয়ারি হতে ৪ নম্বর রোটেশন দায়িত্ব পালনের শুরু থেকে স্থানীয় প্রশাসন ও জনগনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে আসছে।

ব্যানএফপিইউ-২’র কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, বাংলাদেশ শান্তিরক্ষীদের এ সকল মানবিক সহায়তার কার্যক্রম মালিতে ও জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল হচ্ছে। এছাড়া এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর