• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৪

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪  

লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে সোমবার ইসরাইলি বিমান হামলায়, ২৭৪ জন নিহত ও বহু সংখ্যক লোক আহত হয়েছে। নিহতদের মধ্যে ‘শিশু, নারী ও চিকিৎসা-সেবা কর্মী’ রয়েছেন বলে জানানো হয়।
বৈরুত থেকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, "২১ শিশু ও ৩৯ জন নারীসহ ২৭৪ জন নিহত হয়েছে।"

তিনি বলেন, মঙ্গলবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়েছে। ইসরাইল ও হেজবুল্লাহর মধ্যে প্রায় বছরব্যাপী সংঘর্ষের মাঝে এই দিনটিকে লেবাননের জন্য সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী দিন হিসেবে দেখা হচ্ছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের উত্তর-পূর্বের বেকা উপত্যকায় উল্লেখযোগ্য হামলার সতর্কবার্তা দিচ্ছে, যা এখন চলছে বলে জানা গেছে।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ইসরাইলি বিমান বাহিনী আজকে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
এর আগে লেবাননের মানুষের কাছে সতর্কবার্তা দেয়া হয়। এরপর রাজধানী বৈরুতের মূল সড়কগুলোতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সেখানকার মানুষ বুঝতে পারছেন না কোথায় গেলে তারা নিরাপদ থাকবেন।

দৈনিক জামালপুর