• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

অক্সফোর্ডের করোনা টিকা নিরাপদ, ইউরোপে ফের শুরু হচ্ছে প্রয়োগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১  

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ ও কার্যকর ঘোষণা দেওয়ার পর আবারো ইউরোপের ১৩ দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

 

পরীক্ষা শেষে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকায় কোনো সমস্যা পায়নি ইউরোপিয়ান মেডিসিন অ্যাজেন্সি (ইএমএ)। ইউরোপের দেশগুলো টিকা নেয়ার পর রক্ত বাধার যে শঙ্কার অভিযোগ তুলেছিল ইএমএ তা প্রমাণ পায়নি। 

 

এদিকে, ইএমএ কোনো সমস্যা না পাওয়ায় জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন সরকার জানিয়েছে, তাদের দেশে অক্সফোর্ডের টিকা আবারো দেয়া শুরু হবে।

 

অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপিয়ান মেডিসিন অ্যাজেন্সিগুলো বলছে, অক্সফোর্ডের টিকা নিরাপদ। এ টিকা নেয়ার সঙ্গে শরীরে রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক নেই।

 

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়ার পর রক্ত জমাট বাঁধার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়। এতে ইউরোপের বেশ কিছু দেশে সাময়িকভাবে এই টিকা দেয়া বন্ধ রাখে।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর