• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

সরিষাবাড়ীতে কালোবাজারির ২১ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২১ মেট্টিন টন চাল কালোবাজারি কালে উদ্ধার করেছে র‌্যাব-১৪। ২১ অক্টোবর উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজারে ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজারে চাল ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের চালের গুদামে অভিযান চালানো হয়। সেখানে খাদ্যবান্ধব কর্মসূচীর ২১ মেট্রিক টন চাল কালোবাজারির পাচারের জন্য সংরক্ষণ করে রাখে। এসময় র‌্যাবের আভিযানিক দল কালোবাজারি পাচারের অপেক্ষায় থাকা চালগুলো উদ্ধার করে। ওই দুই ব্যবসায়ী পলাতক রয়েছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম জানান, ২১ অক্টোবর রাত ১০ টার দিকে র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত ২১ মেট্রিক টন চাল থানা হেফাজতে রাখা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর