• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পলাশবাড়ীতে র‌্যাবের অভিযানে আল্লাহর দলের দুই সদস্য গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে র‌্যাব-২ এর অভিযানে আবারো আল্লাহর দলের দুই সদস্য গ্রেফতার হয়েছে। র‌্যাব-২ এর চলমান অভিযানে আবারো আজ ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলার সদরের পৌরসভাস্থ সাব-রেজিস্ট্রার অফিস হতে পৌর এলাকার বরিহরিণমারী গ্রামের সাত্তারের ছেলে ১। আবু সুবিয়ান, ও উপজেলার বেতকাপা গ্রামের কোমরউদ্দিনের ছেলে ২। আব্দুল কাশেম গ্রেফতার হয়েছেন। র‌্যাব-২ এর এসপি মহিউদ্দিন মোহাম্মদ ফারুকি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য এর আগে গত ২৩ ডিসেম্বর আল্লাহর দলের বেশ কয়েকজন সদস্য পলাশবাড়ীর হরিণমারী এলাকার একটি বাড়িতে জড়ো হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছিলো র‌্যাব-২। সেসময়ে আটকৃতরা হলেন- বাবুল খন্দকার (৩৫), আতোয়ার হোসেন (৬৭), আব্দুল আজিজ ওরফে বাবু (৩৯), ওসমান গণি (৫৬), আবু তাহের প্রধান (৫০) ও হোসেন প্রধান (৩৫)। সেদিনের অভিযানে বিষয়ে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, আটকদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট এবং মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা দেশে বর্তমান শাসন ব্যবস্থা বিপন্ন করে তাদের কথিত শাসনব্যবস্থা কায়েম করতে চায়। তারা মুসলিমদের জাকাত ব্যবস্থাকে অস্বীকার করে। এছাড়া তাদের মতাদর্শের সদস্যদের কাছ থেকে প্রতিমাসে চাঁদা আদায় করতেন বলে জানান। র‌্যাব -২ এর দুটি অভিযানে এ পর্যন্ত ৮ জন আল্লাহর দলের সদস্য গ্রেফতার হলেন।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর