• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রায় তিন কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মাসেতু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

মাওয়া ও জাজিরা প্রান্তের মধ্যবর্তী স্থানে গতকাল ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে পদ্মাসেতুর ১৯তম স্প্যান বসানো হয়েছে। দুপুর দেড়টার দিকে সেতুর ২১ ও ২২ নম্বর পিলারের উপর ‘ফোর-সি’ নামে এ স্প্যানটি বসানো হয়। ১৮তম স্প্যান বসানোর মাত্র সাতদিনের ব্যবধানে পদ্মাসেতুর ১৯তম এ স্প্যান বসানো হয়। 

 

এরই মধ্য দিয়ে সেতুর দুই হাজার ৮৫০ মিটার তথা প্রায় তিন কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯ টায় মাওয়া কন্সট্রাক্টশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে সেতুর নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা দেয় ভাসমান ক্রেন তিয়ান-ই।

 

পদ্মাসেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ভাসমান ক্রেন তিয়ান-ই সকাল সাড়ে ১০ টার দিকে ‘ফোর-সি’ স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌছায়। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলীরা স্প্যান বসানোর কর্মযজ্ঞ শুরু করে। দীর্ঘ তিন ঘণ্টার প্রচেষ্টায় দুপুর দেড়টার দিকে স্প্যানটি বসাতে সক্ষম হন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর