• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

অমর একুশে বইমেলায় উপন্যাসিক হারুন হাফিজের ‘বিষন্ন প্রহর’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

অমর একুশে বইমেলায় প্রকাশিত হল একগুচ্ছ কবিতার বই 'বিষণ্ন প্রহর'। বইটির লেখক শিক্ষাবিদ কবি ও উপন্যাসিক পিএইচডি হারুন হাফিজ। বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান বলাকা প্রকাশন।অমর একুশে গ্রন্থমেলায় বলাকা প্রকাশনার ১৯০ নম্বর ও ১৯১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

 

‘বিষণ্ন প্রহর’ বইটি লেখকের প্রথম কবিতার বই। বইটিতে রয়েছে চুয়ান্নটি কবিতা। প্রতিটি কবিতায় রয়েছে নানা বাস্তবতার বিষয়। জীবন-যৌবন, প্রেম-ভালোবাসা, সম্প্রীতি, সংস্কৃতি, স্বদেশপ্রীতি সহ উঠে এসেছে সমকালীন প্রেক্ষাপট।

 

বইটিতে ঠাঁই পাওয়া কবিতাগুলো হচ্ছে- যৌবন-পুজারী, চৈতি, তোমাকে খুঁজি, আলিঙ্গন, থাকুক অমর প্রিয় বিদ্যালয়, বাংলা ভাষা, বসন্তের কোকিল, শুকুন মেলেছে ডানা, অভিমান, সরলা, লজ্জাবতী, সন্ধ্যাতারা, ফাল্গুন, নীরব প্রেম, ক্ষণিকা, অপরাজিতা, বিরহ, নোলক, অনুভব, মানুষ জাতি, উপহার, শুকনো ফুল, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মায়ের কাছে চিঠি, মহান নদী, সহচর বানু, একুশ আমার অহংকার, সাধের বাগ, বিষণ্ন প্রহর, প্রতিবাদ, প্রত্যাশা, শাশ্বত প্রেম, যুদ্ধ নয় শান্তি, উদাসী জীবন, প্রজন্মের অঙ্গীকার, প্রাণের কবি নজরুল, জননী, ঊষা, ৭ মার্চ, ভাগ-বণ্টন।

 

বইটি সম্পর্কে লেখক হারুন হাফিজ বলেন, ‘এই বইটির প্রতিটি কবিতায় আলাদা ভাব বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করেছি। মানব প্রেমের মান অভিমান, সামাজিক অসংগতি, স্বীয় অধিকার রক্ষায় অটুট মনোবল নিয়ে তুলে ধরেছি। দেশের স্বাধিনতা, সংস্কৃতি, মানুষ-মনবতার কথা তুলে ধরার চেষ্টা করেছি।

আশা করি কবিতার বইটি পাঠকের ভালো লাগবে।’

 

‘বিষণ্ন প্রহর' বইটির প্রচ্ছদ করেছেন মেরুন হরিয়াল। মলাটের মূল্য ১৫০ টাকা। অমর একুশে বইমেলায় বইমেলায় বলাকা প্রকাশনার স্টলে বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে বইটি।

 

গত বছর একুশে বইমেলায় লেখকের একটি উপন্যাস 'সমুদ্রের ডাক' প্রকাশিত হয়েছে। 'বিষণ্ন প্রহর' তাঁর দ্বীতৃয় প্রকাশনা। তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে লেখেন।

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় অঞ্চল গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মোনাফ সিকদার বাড়ীতে ৫ সেপ্টেম্বর ১৯৭৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন কথাশিল্পী হারুন হাফিজ। বাবা মীর আহমদ সিকদার এবং মাতা মরহুমা হফেজা বেগম। বাবা মায়ের সাত সন্তান-সন্তুতির মধ্যে  হারুন প্রথম।

 

কৃতিত্বের সাথে ১৯৯৩ সালে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি পাশ করেন। তিনি কোলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ ও ২০০২ সালে কৃতিত্বের সাথে বাংলা অনার্স ও এম.এ পাস করেন এবং ২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 'আলাউদ্দিন আল আজাদের ছোট গল্পে নিম্নবর্গ' বিষয়ে এম.ফিল ডিগ্রী লাভ করেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পি-এইচ.ডি গবেষক এবং পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানীয়া ফাযিল মাদরাসার বাংলা প্রভাষক। শিক্ষকতা ও গবেষণার  সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চা সমান তালেই চালিয়ে যাচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর