• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আগামী ২১ জানুয়ারি চসিক নির্বাচন নিয়ে ইসির বৈঠক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের প্রস্তুতি ও তিনটি আসনে উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২১ জানুয়ারি বৈঠকে বসছে ইলেকশন কমিশন (ইসি)।

২১ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে তার সভা কক্ষে কমিশনের ৫৮তম সভা অনুষ্ঠিত হবে।


 
সভার আলোচ্যসূচিতে রয়েছে, গণপ্রতিনিধিত্ব আইন ২০২০ এর খসড়া বিল অনুমোদন, গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০১৯ এর খসড়া প্রকাশের তারিখ নির্ধারণ, সংশাধোনকারী কর্তৃপক্ষ নিয়োগ, খসড়ার উপর দাবি/আপত্তি গ্রহণ, নিষ্পত্তি, সন্নিবেশকরণ এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ নির্ধারণ।

ইসির কর্মকর্তারা জানান, চসিক নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে আগেই ইসিকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পর এই সিটিতে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসি। 

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়। নির্বাচনের পর চট্টগ্রাম সিটিতে প্রথম সভা হয় একই বছরের ৬ আগস্ট। চট্টগ্রাম সিটির নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর