• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মির্জা আজম এমপি’র স্বপ্নের ব্রহ্মপুত্র বাইপাস সড়কের উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ মে ২০২০  

খুলে দেওয়া হলো মির্জা আজম এমপি'র স্বপ্নের "বীর মুক্তিযোদ্ধা শহীদ নূরুল মল্লিক" ব্রহ্মপুত্র বাইপাস সড়ক। জামালপুর ব্রক্ষপুত্র বাইপাস সড়কের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি। 

 

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদারতা আর মির্জা আজম এমপি'র একান্ত প্রচেষ্টায় সাফল্যের সাথে দ্রুত এগিয়ে যাচ্ছে জামালপুর। যার নিরন্তর পরিশ্রম দৃশ্যমান হলো স্বপ্নের ব্রহ্মপুত্র বাইপাস "বীর মুক্তিযোদ্ধা শহীদ নূরুল আমিন সড়ক"।

 

এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল,জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা অাওয়ামী লীগের সহ- সভাপতি ও নির্মাণকাজের ঠিকাদার সোহরাব হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক ও নির্মাণকাজের ঠিকাদার আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নির্মাণকাজের ঠিকাদার ফারহান আহমেদ।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্র জানাযায়, ব্রহ্মপুত্র সেতু থেকে প্রায় ৪ কি. মি. নদীর পার দিয়ে ফৌজদারি মোড় পর্যন্ত সড়কটি বাস্তবায়নে সব মিলিয়ে প্রায় ১৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর