• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে তামাবিলকে: নৌ প্রতিমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১  

তামাবিল স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের সমন্বয়ে তামাবিলকে আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার সিলেট জেলার তামাবিল স্থলবন্দরে বন্দরের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তামাবিল স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের সমন্বয়ে  তামাবিলকে আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে। বন্দরের আধুনিক সুযোগ-সুবিধা দিতে সরকার প্রস্তুত  আছে। 

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাটের ইউএনও তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিংহ, তামাবিল কাষ্টমের সহকারী পরিচালক রুহুল আমিন প্রমুখ। 

সভায় বক্তরা তামাবিল স্থলবন্দরের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে নানা বিষয় সমাধান করলে আধুনিক স্থলবন্দর হিসেবে রূপ নেবে তামাবিল বন্দর।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর