• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯  

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, তার সরকার ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য ২০ বছর মেয়াদি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করবে। তিনি বলেন, 'ইনশাল্লাহ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব।'

 

রোববার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে 'বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১): রূপকল্প ২০৪১ এর বাস্তবায়ন' উপস্থাপনা অনুষ্ঠানে সূচনা বক্তব্যে এ কথা বলেন। 

 

সরকারপ্রধান বলেন, 'আমাদের দ্রুত কিছু কাজ করতে হচ্ছিল। এ জন্য আশু করণীয় ঠিক করলাম। এর পর আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন এবং সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম। সেই সঙ্গে একটা দীর্ঘমেয়াদি, যেমন ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা বাস্তবায়ন শুরু করি।'

 

তিনি আরো বলেন, 'আমরা পঞ্চম এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি।  এছাড়া ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বর্তমানে বাস্তবায়নাধীন। পঞ্চবার্ষিক পরিকল্পনার পাশাপাশি দেশে প্রথমবারের মতো ২০২০-২০২১ সাল পর্যন্ত আমরা দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনারও বাস্তবায়ন করে যাচ্ছি।'

 

অনুষ্ঠানে বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই প্রেক্ষিত পরিকল্পনাকে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার 'একটি স্বপ্নের দলিল' হিসেবে আখ্যায়িত করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর