• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আমি নিজেও একজন লবণচাষি, বললেন শিল্পমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ মার্চ ২০২০  

বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমি নিজেও একজন লবণচাষি। চকরিয়ায় আমার লবণ চাষের জমি আছে। সেখানে বিভিন্ন সময় আমি লবণ চাষ করেছি। সুতরাং আমি লবণ চাষিদের কষ্ট বুঝি।

শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা আওয়ামী লীগ আয়োজিত লবণচাষী সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

মন্ত্রী বলেন, লবণকে শিল্পপণ্য হিসেবে তালিকাভুক্ত করা হবে। লবণচাষিদের বাঁচাতে ভর্তুকি দেয়া হবে। কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। লবণের মূল্য ও চাষ বাড়াতে স্থায়ী পরিকল্পনা করা হবে।

 

তিনি আরো বলেন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপযোগিতাসহ অন্যান্য বিষয় যাচাই-বাছাই করে কক্সবাজারের লবণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করেই লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর