• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে ব্যবসায়ী সিন্ডিকেটে গুজবে লবনের দাম বৃদ্ধি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

কুড়িগ্রাম জেলার  রৌমারী উপজেলায়  লবণের দাম বৃদ্ধি পেয়েছে।  আজ (মঙ্গলবার) ১৯ নভেম্বর  বিকাল ৩ টা থেকে  হটাৎ ৩০ থেকে  ১০০ টাকা দরে লবন বিক্রি হয়েছে উপজেলার বিভিন্ন অঞ্চলে বাজার গুলোতে। এই সংবাদ দ‚রত্ব বিভিন্ন খানে ছড়িয়ে পড়লে  রৌমারী উপজেলায় হৈচৈ পড়ে যায় এবং খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন খুচরা ও পাইকারি দোকান গুলোতে।

 

এদিকে লবণের দাম বৃদ্ধির গুজবে বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বিভিন্ন দোকানে অভিযান চালান এবং ব্যবসায়ীদের সর্তক করে দেন। এসময় তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহŸান জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ্  জানান, লবণের দাম বাড়েনি। এটা একটা গুজব। যারা এ গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরির জন্য মজুত রাখবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

রৌমারী উপজেলা বণিক সমিতির সভাপতি প্রদীপ সাহা ও সাধারন সম্পাদক ফজলুল হক (ফুলু) বলেন, বাজারে প্রচুর লবণ মজুদ আছে ,বেশি দামে ক্রেতাদের লবণ না কেনার আহবান জানান। রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোন্তাছের বিল¬াহ বলেন, এগুলো গুজব। কেউ গুজব সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রৌমারী বাজারে বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পথসভার মাধ্যমে জনস্বার্থে জনসচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রয়োজনে ৯৯৯,অথবা স্থানীয় প্রশাসনকে তথ্য জানানোর আহবান  জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর