• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আশাশুনির বুধহাটা বাজারে চান্নি দখল করে ঘর নির্মাণ!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

আশাশুনি উপজেলার বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত বুধহাটা বাজারে সরকারি চান্নিসেডের মধ্যে ও মুখে অবৈধ দখল নিয়ে ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হলেও প্রতিকার অসম্ভব হয়ে উঠেছে। 

 

তাদের ভাব দেখলে মনে হয় তাদের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা কারও নেই। বুধহাটা বাজার উপজেলার বৃহত্তর বাজার হিসাবে খুবই ব্যস্ততম বাজারে পরিণত হয়েছে। বাজারটির গুরুত্ববৃদ্ধি পেলেও অবৈধ দখলদারিত্ব বাজারের পরিবেশকে নাজুক করে তুলেছে। সড়ক দখল, চান্নিসেড দখল, বসতি দোকানের সামনের জায়গা দখল নিয়ে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে নিয়মিত কষ্টকর পরিবেশে ফেলে চরম বিপত্তিকর অবস্থায় পর্যবসিত করছে। 

 

বিষয়টি অনেকবার উপজেলা আইন শৃংখলা কমিটির সভায়, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপন এবং ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষ থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করার পর দু’একবার নোটিশ করা হলেও কার্যকর কিছুই করা হয়নি। তবে একবার গুড় চান্নিসেডের সামনের দোকান উচ্ছেদ করা হলেও পরিণতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। 

 

বুধহাটা বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে আহছান হাবিব, সোহাল আহম্মেদ, শরিফুল ইসলাম, শেখ হাসান আহমেদ, মাসুদুর রহমান গত ৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ জানাগেছে, বাজারের চাউল চান্নির পাশে যাতয়াতের পথ বন্ধ করে প্রশান্ত দত্ত ও জাহাঙ্গীর হোসেন ঘর করেছেন। ফলে বিভিন্ন গলিতে যাতয়াতের পথ বন্ধ হয়েগেছে। 

 

অপরদিকে বাজারের গুড় চান্নিসেডের মুখে প্রতিবন্ধি ও তার পিতা তাহাজ্জত ঘর বেধে চা-পান বিক্রয় করতেন। অভিযোগ হলে সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ করেন। প্রতিবন্ধীকে উচ্ছেদ করা হলেও কিছুদিন যেতে না যেতেই উক্ত চান্নির মধ্যেই আলমগীর হোসেন হোটেল ও সাইফুল ইসলাম চা-পানের দোকার বসিয়েছেন। উচ্ছেদ করা দোকানের পাশে পান-সুপারির দোকান ছিল, সেটি তখন ভাঙ্গা হয়নি। ফলে চান্নিটিতে এখন অবৈধ দখলের মহোৎসবের নজির স্থাপিত হয়েছে। 

 

এদিকে তরকারি চান্নিসেডের মধ্যে ও মুখে অবৈধ ভাবে বাসুদেব পরামনিক সেলুনের দোকান ও মামুন চা-পানের দোকান বসিয়ে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ব্যবসা করা হচ্ছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৌখিক ও লিখিত নোটিশ করলেও পরবর্তীতে আর কিছুই করা হয়নি। ফলে তারাও দেদারছে অবৈধ কারবার করে যাচ্ছে। এছাড়া বাজারের অসংখ্য স্থানে অবৈধ দখলের ঘটনা ঘটেছে। 

 

এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী, ক্রেতাসাধরণসহ এলাকার সচেতন মহল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর