• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আশির দশকের টক অব দ্য টাউন ছিল মিঠুন-শ্রীদেবীর প্রেম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

সবকিছুর মায়া কাটিয়ে চির’তরে ওপারে চলে গেছেন ভারতের সিনেমা ইন্ডাষ্ট্রি বলিউডের ‘ড্রিমগার্ল’। কিভা’বে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে রয়েছে নানা কল্প’না-জল্পনা। দুবাই’য়ের এক হোটেলে’র বাথ’টাবে নিথর পড়ে ছিল তার দেহ। ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত এই অভি’নেত্রীর মৃত্যুতে গোটা বলি’পাড়া স্তব্ধ হয়ে গিয়েছি’ল। আট থেকে আশি—কে চেনে না তাকে? তাকে বলা হয় বলিউডের প্রথম নারী সুপার’স্টার। অমিতাভ, জিতেন্দ্র, ঋষি কিংবা অনিল কাপুর’দের যুগেও যিনি স্বীয় প্রতিভা ও অভিনয়ে নিজেকে ছা’ড়িয়ে গেছেন বারবার। বলছি দেবীর কথা, ঝল’মলে দুনিয়ার রূপের দেবী—‘শ্রীদেবী’।

 

শুরুটা হয়ে’ছিল মূলত শিশুশিল্পী হিসেবে, ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘থুনাইভান’ ছবির মধ্যদিয়ে। এরপর শুধুই সামনে এগিয়ে যাওয়া, পেছনে তাকানোর দরকার পড়েনি। কয়ে’ক বছর পরেই ১৯৭৮ সালে বলিউডে অভিষে’ক হয় ‘মালয়ালাম’ ‘তামিল’ ‘তেলুগু’ ও ‘কান্নাড়া’ সিনেমায় অভিন’য় করা এই কিংবদন্তীর। প্রথম বলিউ’ডি সিনেমার নাম—‘সোলভা সাওয়ান’।

আশির দশকের টক অব দ্য টাউন ছিল মিঠুন-শ্রীদেবীর প্রেম

 

দক্ষিণ ভারত থেকে মুম্বাই’য়ের বড় পর্দায় পা রাখা এই লাস্য’ময়ীর পুরো জীবনে কত’শত সাফল্য যে পায়ের কাছে এসে ধরা দিয়েছে, তার ইয়ত্তা নেই। একটা সময় তো তার নামেই সিনেমা চলতো। পোস্টারের সবচেয়ে বড় মাথা’টা নায়কের পরিবর্তে তারই থাক’তো! তাকে ঘিরেই চিত্র’নাট্য সাজানো হত। সিনেমা হলে ভক্তরা ভিড় জ’মাতো কেবল তাকে এক’নজর দেখার জন্যই।

 

তবে গোটা জীবনে অজস্র সাফল্যের পথ মাড়ালেও ব্যক্তিগত জীবনে বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়তে হয়েছিল এই ‘চিরসবুজ নায়িকা’কে। এর মধ্যে উল্লেখ’যোগ্য একটি—বাঙালি সুদ’র্শন যুবক মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন। আসলে ‘মিঠুন-শ্রীদেবী’র প্রেম-পরিণয় কি কেবলই গুঞ্জন ছিল, নাকি ‘যত গর্জেছে, ঠিক তত’টাই বর্ষেছে?’ চলুন, কিছুটা জানবার চেষ্টা করা যাক।

আশির দশকের টক অব দ্য টাউন ছিল মিঠুন-শ্রীদেবীর প্রেম

 

সময়টা ১৯৮৪ সাল। মুক্তি পায় রাকেশ রোশনের সিনেমা ‘জাগ ওঠা ইনসান’। এই সিনে’মায় প্রধান তিনটি ভূমিকা’য় ছিলেন শ্রীদেবী, মিঠুন চক্রবর্তী এবং রাকেশ রোশান নিজে। রোমান্টি’ক ঘরানার এই সিনেমাটি দর্শক এবং সমা’লোচক—উভয় মহলেই ব্যাপক প্রশংসিত হয়। বি-টাউনের অন্দরমহলে কান পাতলে এখনো শোনা যায়, এই সিনেমার সেটেই নাকি তারা একে অপর’কে মন দেওয়া-নেওয়ার পর্বটা সেরে ফেলেন।

 

ওই সময়ের সিনেমা ম্যাগাজিনগুলোতেও ব্যাপক সরগরম ছিল তাদের এই গুঞ্জন বিষয়ে। আসলে বলিউডের আশি’র দশকটাকে ‘দ্বিতীয় বিবাহ’ কিংবা ‘পরকীয়ার স্বর্ণযুগ’ বলা যেতে পারে। ধর্মেন্দ্র-হেমা মালিনী থেকে শুরু করে মিঠুন-শ্রীদেবী—আরও অনেকেই পরকীয়ায় জড়িয়ে’ছেন। শোনা যায়, ১৯৮৫ সালে গোপনে তারা বিয়ে’টাও সেরে ফেলেন। যদিও তাদের দুজন ব্যাপার’টি নিয়ে জন’সমক্ষে কখনোই মুখ খুলতে রাজি হননি।

আশির দশকের টক অব দ্য টাউন ছিল মিঠুন-শ্রীদেবীর প্রেম

 

মজার ব্যাপার হচ্ছে, তারা কিছু না বললেও হাটে হাঁড়ি ভেঙ্গে দিয়েছিল ওই সময়ের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম। তারা শ্রীদেবী ও মিঠুনে’র বিয়ের সনদপত্র ফাঁস করে দিয়েছিল। সনদপত্র প্রকাশ্যে আসার পর গুঞ্জ’ন আর গুঞ্জন থাকলো না। তাদের রিলেশনের সামনে পাহাড়’সম বাধা হয়ে দাঁড়ালো মিঠুনের স্ত্রী যোগিতা বালি।

 

‘রিয়েল লাইফ নাটকে’র এ দৃশ্যে বলা যায় বড়সড় একটা টুইস্ট আসে। সেটা হচ্ছে—চিত্রনাট্যে আবির্ভাব ঘটে বলিউডে’র অন্যতম প্রভাব’শালী প্রযোজক বনি কাপুরের। ১৯৮৪ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার মধ্যদিয়ে শ্রীদেবী সঙ্গে পরিচ’য় হয় তার। বিবাহিত হওয়া সত্ত্বেও নায়িকার অসাধারণ রূপের ঝলকে হাবু’ডুবু খেতে লাগলেন প্রযোজক সাহেব। মনে মনে সংকল্প করলেন, যে করেই হোক শ্রীদেবীকে তার চাই।

আশির দশকের টক অব দ্য টাউন ছিল মিঠুন-শ্রীদেবীর প্রেম

 

শ্রীদেবীর মন যোগাতে ব্যস্ত হয় পড়েন তিনি। একের পর এক তার প্রডাকশন হা’উজ থেকে শ্রীদেবীকে নায়িকা করে সিনে’মা বানাতে থাকলেন, এবং শ্রীদেবীর মায়ের বিশা’ল অঙ্কের দেনা শোধ করে তার মন গলা’নোর চেষ্টা করলেন।

 

কিন্তু এই ‘বলিউড ডিভা’র ভালোবাসা অত ঠুনকো ছিল না। তিনি বাঙালিবাবু মিঠুনের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে, বনির আহ’বানে সাড়া দেওয়ার প্রযোজনবোধ মনে করেন’নি। তিনি চাইতেন মিঠুন তার প্রথম স্ত্রী যোগিতাকে ছেড়ে তার সঙ্গে সংসার করুক। অথচ মিঠুন নিজেও শ্রীদেবীকে অ’সম্ভব ভালবাসা সত্ত্বেও স্ত্রী যোগিতাকে ছেড়ে যেতে পার’ছিলেন না। কারণ যোগিতা তার দুঃসময়ের সাথী, এবং তা সন্তানের মা।

বনি কাপুর, শ্রীদেবী ও তাদের দুই মেয়ে
বনি কাপুর, শ্রীদেবী ও তাদের দুই মেয়ে

এদিকে শ্রীদেবী ইস্যুতে মিঠুন-বনির সম্পর্কটাও তিক্ততায় রূপ নেয়। বনি কাপুর শ্রীদেবীর প্রতি দুর্বল এমনটা জানতে পেরে মিঠুন কিছুটা দূরে যাও’য়ার চেষ্টা করেন, তাছাড়া মিঠুনের বৈবাহিক জীবনে শ্রীদেবীকে নিয়ে নানা সমস্যা তো আছেই। আস্তে আস্তে শ্রীদেবী আর মিঠুনের দুরত্ব বাড়’তে থাকে, এবং ১৯৮৮ সালে বিচ্ছেদ হয়ে যায়। এই জুটির সর্ব’শেষ সিনেমার নাম—‘গুরু’, যা রিলিজ হয়েছিল ১৯৮৯ সালে।

 

মিঠুন-শ্রীদেবী বিচ্ছেদের বেশ কয়েক’টি কারণ থাকলেও মূল যে কারণ’টি, সেটা হচ্ছে—মিঠুনের স্ত্রী যোগিতা বালির সর্বাত্মক প্রচেষ্টা। তিনি সংসার বাঁচা’তে মরিয়া হয়ে ওঠছিলেন। শোনা যায়, এক’পর্যায়ে তিনি আত্ম’হত্যার চেষ্টাও করেছিলেন। এর’পরই মিঠুন চক্রবর্তীর সম্বিৎ ফিরে আসে। তিনি শ্রীদেবীর সঙ্গে সকল পাট চুকিয়ে সুবোধ বাল’কের মতো প্যাভিলিয়নে ফিরে আসেন।

আশির দশকের টক অব দ্য টাউন ছিল মিঠুন-শ্রীদেবীর প্রেম

মিঠুনের পরিবার

বিচ্ছে’দের বেশ কয়েক বছর পর ১৯৯৬ সালে শ্রীদেবী অনেকটা অভিমান করে, বাধ্য হয়ে গোপনে গাঁটছড়া বাঁধেন প্রথমে প্রত্যাখ্যা’ন করা সেই পুরুষ—মানে বনি কাপুরের সঙ্গে। এরপর দুই দশ’কেরও অধিক সময় ধরে তার সঙ্গে সুখের সং’সার করেন। তাদের ঘরে ‘জাহ্নবী’ ও ‘খুশি’ নামে দুটি কন্যা সন্তান রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর