• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে চিকিৎসক ও নার্সসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

জামালপুরে চিকিৎসক ও নার্সসহ আরও নতুন আটজনের শরীরে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে জামালপুরে আক্রান্ত বেড়ে ৪৪ জন হয়েছে।

 

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

 

আক্রান্তরা হলেন- জামালপুর জেনারেল হাসপাতালের ৪৩ বছর বয়সী সহকারী সার্জন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৮ বছর বয়সী রেডিওলজিস্ট, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ২৭ বছর বয়সী চিকিৎসক, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ বছর বয়সী নারী মেডিকেল অফিসার, সদর হাসপাতালের ৩২ বছর বয়সী নার্স ও আরো তিনজন।

 

সিভিল সার্জন আবু সাঈদ জানান, শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে আটজনের করোনা পজিটিভ এসেছে।

 

জেলায় এ পর্যন্ত ৭৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবশেষ নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩০ জনের। এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা এক হাজার ৪৮ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৭৫ জন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর